Wednesday 10 October 2018

সময়, গুয়াহাটি, ১৮/০৯/২০১৮




রামবাবু যখন ঘড়ির দোকানের শাটার বন্ধ করে বাড়ি ফেরেন, তখন সমস্ত ঘড়িগুলো কাঁচের বাক্স থেকে বেরিয়ে আসে। তারপর সময়টাকে আটকানোর জন্য প্রাণপণ চেষ্টা করে।
 
সারা রাত ধস্তাধস্তির পর আবার সুড়সুড় করে কাঁচের বাক্সে ঢুকে পড়ে ঘড়িগুলো।

রামবাবু ঘুমিয়ে পড়লে ভাগ্যশ্রী আস্তে করে মোবাইলটা অন করে নিজের ফেক একাউন্টটা খোলেন। সেখানে তিনি স্কুলের প্রৌঢ় দিদিমণি নন। তন্বী। বয়স কুড়ি। রাতজাগা পাখি ।
 
তারপর ভোর হওয়ার আগে আগে মোবাইলটা বালিশ-চাপা দিয়ে সুড়সুড় করে ঢুকে পড়েন মশারির ভিতর।


কোলবালিশ, গুয়াহাটি, ১৬/০৯/২০১৮



আয় আয় চাঁদমামা টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা’ – গেয়ে গেয়ে গৌরীদেবী শূন্য থেকে কি যেন একটা পেড়ে কোলবালিশের মাথায় ছুঁয়ে দিচ্ছেন। কোলবালিশটির ভারি মজা লেগেছে। 
সে ঠিক করেছে, দাদাবাবুর সঙ্গে আর শোবে না কক্খনো । খুব শ্বাসকষ্ট হয়। দাদাবাবু রাতভর ঠ্যাঙের মাঝখানে নিয়ে শুধুশুধু তাকে চেপে ধরেন।

যমালয়ে অঘটন, গুয়াহাটি, 09/10/2018



এতদিন যমালয়ে সব জমজমাটই ছিল | কিন্তু অঘটনটা ঘটেই গেল | যমরাজ আত্মহত্যা করলেন | চিত্রগুপ্তর মতে, বেশ কিছুদিন ধরে তিনি ভিতরে ভিতরে ডিপ্রেশনে ভুগছিলেন | আবোলতাবোল বকতেন সারাক্ষণ | তাঁর সিস্টেম নাকি বিগড়ে গেছে |
সুইসাইট নোটে তিনি শুধু লিখে গেছেন, 'যাদের সময়ের কোটা ফিলাপ হয়ে গেছে, তারা দিব্বি বোনাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে | আর যাদের টপকানোর কথাই ছিল না, তারা বেকার বেকার ভিড় করছে যমালয়ে| এভাবে চলবে না, চলতে পারে না | আমি ধর্ম হয়ে এসব নামতে বাধ্য নই | আই কুইট |