Friday 27 March 2020

করোনা মঙ্গল


করোনা মঙ্গল
বরুণ কুমার সাহা, গুয়াহাটি, ২৭/০৩/২০২০


মরণের শঙ্কায় মরি রোজ কী জ্বালা!
বসন্ত, কুষ্ঠ, প্লেগ, ফ্লু, ইবোলা
নিপা এইচ-আই-ভি কত নানা ভাইরাস
হেপাটাইটিস জিকা রোটা নোরো ছাইপাস
এদের আতঙ্কে হার মানে জঙ্গি
মশক-বাহনে জোটে ম্যালেরিয়া ডেঙ্গি
শত ভাগ ছোট এরা সূচাগ্র বিন্দুর
প্লেগ-হান্টারা ফেরে চাপিয়া ইন্দুর
এখনও সময় আছে জনে জনে বলিও
স্নায়ুতন্ত্রে ঢোকে চুপচাপ পোলিও
পক্সের ভাইরাস ভেরিসিলা জোস্টার
করোনাটা শেষমেশ মাস্টার-ব্লাস্টার


করোনাকে কিছুতেই বশে রাখা যায় না
জৈব অস্ত্র এটা ভেবেছিল চায়না
ছিনিমিনি খেলেছিল ভেঙেছিল ডিএনএ
ভেবেছিল করোনাটা থেমে রবে উহানে
সমুদ্র পেরিয়ে আজ এই ভাইরাস
সব দেশে ঢুকে গেছে চালিয়েছে সন্ত্রাস
সভ্যতা-শিখরে ইতালির রোমটা
ভেবেছিল করোনায় ছিঁড়বে কী লোমটা ?
পিতা-মাতা-সন্তান সব গেছে ভাসিয়া
কাঁদিতেছে জার্মান কাঁদিতেছে রাশিয়া
তেল ধুয়ে জল খাবে ধনী দেশ ইরানে
আমরা উপায় খুঁজি গোমূত্র, কোরানে
কিছুতেই এদেশের কাবু নয় মনটা
নগর কীর্তনে থালা-বাটি-ঘন্টা
ক্রিকেট খেলার ধুম পাড়াতে পাড়াতে
কেহ বিজ়ি চাল-ডাল ভরাতে ভরাতে
পুলিশের ঘুম নেই সেবিকা আতঙ্কা
কেহ খায় তেলে-ঝোলে ডলে কাচালঙ্কা
নববিবাহিতাদের রোজ রোজ হানিমুন
পুরনো দম্পতির কাটা ঘায়ে ছেটে নুন
অনেকেই ঘরে বসে করে মনরঞ্জন
ফেসবুকে পোস্টায় নানা পদ ব্যঞ্জন


যে শ্রমিক দূর দেশে গিয়েছিল কামাতে
ঘরে তার চাল নাই, খই নাই ঝামাতে
ঘর কোথা খুঁজে পাবে ঘরদোর নাই যার
ব্ল্যাক করে অনেকে হ্যান্ড-সেনিটাইজার
স্বাস্থ্যকর্মীরা খেটে চলে দিন ভর
মালিকের গর্জন খালি করো ভাড়া ঘর !
অণু করোনার ভয়ে আমেরিকা কাঁপছে
দুনিয়াটা অসহায় Who-who করে কাঁদছে
মানুষ মানুষকে পারবে কি বাঁচাতে?
লক-ডাউন বিশ্ব মনুষ্য খাঁচাতে
সোশিয়াল ডিস্টেন্স নিঃশ্বাসে শঙ্কা
ফুসফুসে বাজে রোজ মরণের ডঙ্কা


প্রাণীকূল দিনরাত প্রাণখুলে গান গায়
এফিল টাওয়ারে রোজ কাক এসে হেগে যায়
শান্তিতে ঘুম পারে লন্ডন পুলটা
ব্রিটেনের রাজা ভাবে কোথা হল ভুলটা
হরিণেরা দল বেঁধে নগরে ফিরে যায়
জানালার ফাঁক দিয়ে বাপদাদা ঘুরে চায়
শান্ত ধরিত্রী, নদীনালা আর বন
জমিতেছে তুষার কমিতেছে কার্বন
কংক্রিট ঢেকে দিয়ে ঘাসবন ছড়াল
ধর্ষিতা বসুমতী সোজা হয়ে দাঁড়ালো
সব কিছু আগে থেকে যেন ছিল ধার্য
করোনা তুমি তো ছিলে অতি অনিবার্য
ধ্বংসের পুরোহিত মনুষ্য শুনে যাও
মৃত্যুর ঘন্টা কান দিয়ে গুনে যাও
লিখে রেখো এটা এক অদ্ভুত পরিহাস
মনুষ্য কাঁদিতেছে, হাসিতেছে ভাইরাস