Monday 17 September 2018

র‍্যাডক্লিফের অশান্ত আত্মা


র‍্যাডক্লিফের অশান্ত আত্মা
বরুণ কুমার সাহা
গুয়াহাটি, ০৭/০৩/২০১৭



র‍্যাডক্লিফের ঘুম নেই দেড় মাসের মধ্যে কাটতে হবে চার লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার পাল্টাতে হবে এই অদ্ভুত দেশটার নকশা এ-তো আর বাচ্চাদের কেঁচি দিয়ে কাগজ কাটা নয় কারো ঘর কাটবে, কারো খেত, কারো বাগান, কারো দোকান, কারো পুকুর, কারো ভাষা, কারো সংস্কৃতি, কারো জাত, কারো ইজ্জত, কারো ধর্ম, আবার কারো মাথা এই কাজটা ঝট্পট্করতে পারলে মাউন্টবেটেন তাকে নাকি মাথায় তুলে নাচবেন তাই, ঘুম নেই সিরিল র‍্যাডক্লিফের

নয় আগস্ট উনিশশো সাতচল্লিশ খুব ভোরে ঘুম থেকে উঠে পড়লেন তিনি তারপর চান করতে গেলেন কিছুদিনের সমস্ত ক্লান্তি, অস্থিরতা, সংশয়, শঙ্কা, নির্দয়তা সব যেন ধুয়ে ফেলতে চান চান করতে করতে অনেকখন তাকিয়ে রইলেন জলের দিকে এই জলই তার কাজটা অনেক সহজ করে দিয়েছে নদীগুলি এক-একটি পেন্সিলের দাগ কিন্তু তবুও বঙ্গ পাঞ্জাব কাটতে অনেক হিমসিম খেতে হয়েছে তাকে লিবিয়া, ইজিপ্ত, সুদান ইত্যাদি দেশগুলির মতো স্কেল বসিয়ে সোজা ঘ্যাঁচ করে দাগ কাটার ইচ্ছে ছিল তার দেখতে ভাল লাগে কিন্তু স্কেল খোঁজার সময় কোথায়! খালি হাতেই কেটেছেন প্রভিন্স দুটোকে প্রচন্ড কেঁপেছিল হাত শঙ্কায় অনেক চেষ্টা করেও সুন্দর হল না দাগগুলো বর্ডার লাইনগুলি কেমন যেন আঁকাবাঁকা, রিখটার স্কেলের ঘিচিঘিচি দাগ কিংবা ছোটো বাচ্চাদের দাগ কাটার মতো কিন্তু হাতে-তো  সময় নেই! এসব সরকারি কাজে নাকি ইমোশনাল হলে চলে না আর তা ছাড়া র‍্যাডক্লিফের তো আর লোভ নেই নবান্নের পায়েস চেখে দেখার, শখও নেই হাত-পা ছুড়ে ভাঙড়া নাচার
গোপন ঘরটিতে তোয়ালে দিয়ে গা মুছতে মুছতে র‍্যাডক্লিফ আয়নার সামনে দাঁড়ান আহ্লাদে গদগদ হয়ে যায় তার সমস্ত শরীর হাসিতে নেচে ওঠে তার উলঙ্গ বুকের সমস্ত থলথলে চর্বি
আজ আগস্টের নয়, উনিশশো সাতচল্লিশ কয়েক দিনের বিনিদ্র রজনীর দলিলে মোহর বসবে আজ জীবনের অনেক বড় স্বীকৃতি যেন তার জন্য অপেক্ষা করছে ব্রিটেনের ধবধবে দুনিয়ায় আলমারি থেকে আবার ম্যাপ দুখানা বের করে তাকান তিনি নেহেরু-জিন্না রাম-শ্যাম-যদু-মধু-আবুল-রুবুল-হাবুলেরা এরই তো অপেক্ষায় লাইন ধরেছেন, হাত কচলাচ্ছেন, দাঁত কিটমিট করছেন নেচে উঠল আবার তার বুকের চর্বিগুলি


র‍্যাডক্লিফ অনেক আগেই মারা গেছেন কিন্তু আজও নাকি তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় করাচি, লাহোর, ধুবড়ি, রংপুর, সিলেট, দিনহাটা, ডাউকি, করিমগঞ্জ, নোয়াখালির মাঠ-ঘাটে  ছোটাছুটি করে সীমান্তে। আর্তনাদ করে সারাক্ষণ, কাঁটাতারের ঘাঁয়ে।