Sunday 13 June 2021

ফল (বাচ্চাদের জন্য ছড়া)

                                ফল

শ্রীবরুণ, ২১.০৪.২০২১

আম খেতে মিষ্টি, জলপাই টক টক,
কাঁদি কাঁদি কলা গেলে গোগ্রাসে ভক্ষক।
তরমুজ খরমুজ ফুটি গাব আলাদা,
অনারস ভরারস, প্লাম খায় ভোলা দা।
কামরাঙা রাঙা নয়, তারা যেন কাটলে,
বেল খুব কষ্টের টাকে পড়ে ফাটলে।
কমলার বিচি খেলে গাছ হয় মাথাতে,
দাড়িগোঁফ একাকার কাঁঠালের আঠাতে।
ক্ষেপে গেলে পেঁপে খায় ও পাড়ার বিমলা,
কচকচে পেয়ারার বিচিগুলো ঝামেলা।
গোলাপজামুন হায় কেন নয় গোলাপি,
কেশরআলুটা ভাই আলু নয় চালাকি।
মোসাম্বি রস ভালো, নুন মাখা কাঁচা কুল,
খেজুরের বাহাদুরি, ফিটফাট জামরুল।
তালে ঠিক আছে যারা তাল চেপে বাটিতে,
টসটসে পাকা জাম ফেটে যায় মাটিতে।
শসা ভারি সংশয়ে সবজি না ফল সে,
আখ থেকে দূরে থাকে যারা খুব আলসে।
জম্বুরা বুড়া নয় সে তো এক ফুটবল
ভয় কেন পাও? ওটা নাগ নয় নাগফল।
তেঁতুলের বিচি দিয়ে খেলা করে শিশুরা,
লিচু গাছ ঢেকে রাখে মশারিতে বিশুরা।
বেদানার দানাগুলো টুকটুকে মুক্ত,
খেয়েছ কি এ জনমে আঙুরের সুক্ত?
ডাবে জল সুশীতল কী নরম শাঁসটা,
বাঙি কেন পানসে? আমড়াটা কষ্টা?
বিচি কম আপেলের তাই মনে দুঃখ,
আখরোট ফল হয়ে কেন এত রুক্ষ?
আতা গাছে বসে নাকো তোতা পাখি আজকাল,
হাতে হাতে পেকে যায় গোল গোল পানিয়াল।
বৈঁচিকে বিখ্যাত করা যায় কী দিয়ে?
করমচা ভরপুর ভিটামিন সি দিয়ে।
জোড়া কেন থাকে কাজু? চেরি মাখে আলতা?
আচারের বয়ামে তেলে মজে চালতা।
পানিফল জলে থাকে এ কথাটা মানো তো,
সজারুর প্রিয় ফল নাশপাতি জানো তো।
তুলতুলে লটকন তাই মোটা চর্ম,
আমলকি খেলে পরে জল খাওয়া ধর্ম।
শুনেছি মাকাল নামে আছে একখানা ফল,
টুকটুকে দেখতে টুসটুসে ঝলমল,
দেখলেই মনে হয় ছিঁড়ে নিয়ে খাই খাই,
রূপে ভুলে ছোটে যারা পায় শুধু ছাই ছাই।

No comments:

Post a Comment