Sunday 27 June 2021

অসমের জাতীয় উদ্যান (ছোটদের ছড়া)

     

অসমের জাতীয় উদ্যান (ছোটদের ছড়া)

                 শ্রীবরুণ, ২৭/০৬/২০২১


কাজিরঙা উদ্যানে

                    ঘোরে ফেরে গণ্ডার,

এক খানা শিং তাই

                    বিখ্যাত নাম তার।

ডিব্রু শইখোয়ায়

                    ঘোড়াদের বিচরণ,

শোনা যায় হামেশাই

                    পশুদের গর্জন।

মানসের জঙ্গলে

                    ঘাস খায় বুনো মোষ,

ক্ষেপে গেলে নাক দিয়ে

                   করে শুধু ফোঁস ফোঁস।

নামেরির হরিণেরা

                   ছুটে যায় লাফিয়ে,

পিছু পিছু চিতা বাঘ

                   প্রায় যায় হাঁপিয়ে।

ওরাঙের বনে বনে

                   কত পাখি গান গায়,

হাতি এসে শুঁড় দিয়ে

                   লতাপাতা ছিঁড়ে খায়।

দিহিং পাটকাইয়ে

                   ঘুরে ফেরে ভল্লুক,

ডালে ডালে ঝোলে সেথা

                   লেজহীন উল্লুক।

রাইমনা উদ্যানে

                   বেঙ্গল টাইগার,

শত শত প্রজাপতি

                   ধনেশের সমাহার।

জাতীয় উদ্যানে,

                   চলো যাই ছুটিতে,          

জিপ সাফারি অথবা

                   পিঠে চড়ে হাতিতে।        


No comments:

Post a Comment