Friday 2 July 2021

সাত বারের নাম (বাচ্চাদের ছড়া)

সাত বাৰৰ নাম (অসমীয়া শিশু কবিতা)

শ্রীবৰুণ, ০২/০৭/২০২১


সোমবাৰতে সর্বে ককা সর্থেবাৰী যায়

মঙ্গলতে মন্টুমণি মণ্ডা-মিঠৈ খায়

বুধবাৰে বাসন্তী বালাৰ তাঁতত খদমদম

বৃহস্পতিত শহা শুলে মুঠেও নাপায় গম

শুক্রবাৰে শক্তি মামাৰ মুখত নাহে মাত

শনিবাৰে শুভ্রা সানে নিম হালধি গাত

দেওবাৰে কণমইনাহঁতৰ খেল-ধেমালিৰ দিন

আনন্দতে নৃত্য কৰে তাক-ধিনা-ধিন-ধিন …………।।

 ......................................

সাত বারের নাম (বাচ্চাদের বাংলা ছড়া)


সোমবারেতে সুদীপ্ত দা সর্থেবাড়ি যায়

মঙ্গলেতে মন্টু মোদক মণ্ডা-মিঠাই খায়

বুধবারে বাসন্তী বালা গঙ্গাতে দেয় ডুব

বৃহস্পতি বারে বিধান বংশী বজায় খুব

শুক্রবারে শুভ্রা মাখে গায়ে হলুদ নিম

শনিবারে শান্তনু খায় পান্তা ভাতে ডিম

রবিবারে বাচ্চাগুলোর রং-তামাশার দিন

সবাই মিলে নাচতে থাকে তাক-ধিনা-ধিন-ধিন

No comments:

Post a Comment